রাশিয়া থেকে পুনঃরায় নিয়ন্ত্রণে নেওয়া এলাকায় গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের অভিযোগ রুশ সেনারা গণহত্যা সংগঠিত করে সেই মরদেহ এসব গণকবরে রেখেছে।
তবে কিয়েভের এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার দাবি, মিথ্যাচার করেছে ইউক্রেন।
ইজিয়াম পুনঃরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে কয়েকশ’ কবর পাওয়ার কথা জানায় ইউক্রেন কর্তৃপক্ষ। এইসব কবরের কয়েকটিতে আবার একাধিক মরদেহ পাওয়ার কথাও জানানো হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, এটা মিথ্যা। তিনি বলেন, ‘একসময় এই গল্পের সত্যটাও উদঘাটন করা হবে।
সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর
বিডি প্রতিদিন/নাজমুল