চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ক্রেমলিন বেইজিংয়ের সাথে সম্পর্ক আরও জোরদার করার নীতি হাতে নিয়েছে।
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাতরুশেভ বলেছেন, ‘বেইজিংয়ের সাথে ব্যাপক অংশিদারিত্ব ও কৌশলগত সহযোগিতা বাড়ানো রাশিয়ার বৈদেশিক নীতির শর্তহীন প্রাধান্যের বিষয়।’
পাতরুশেভ চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা গৌ শেংকুনের সাথে আলোচনার পর সোমবার তিনি জানিয়েছেন, ‘বর্তমান অবস্থায় আমাদের নিজ নিজ দেশের পারস্পরিক সমর্থন ও উন্নয়নমুখী সহযোগিতার সর্বোচ্চটুকু দেখানো উচিত।’
এই আলোচনায় চীনের সাথে উগ্রবাদ ও বিদেশি নানা পদক্ষেপের তথ্য আদানপ্রদান করবে মস্কো। সাইবার নিরাপত্তা নিয়েও কাজ করবে দুই দেশ।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল