রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন ইস্যুতে দেওয়া বৈশ্বিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বড় ভুল করছেন চীনের প্রেসিডেন্ট। বেইজিংকে এমন সতর্কতাই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিবিএস নিউজে রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমি (জিনপিংকে) বলেছিলাম, যদি আপনি মনে করেন যে রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা ভঙ্গ করার পরও যুক্তরাষ্ট্র ও অন্যরা চীনে বিনোয়োগ করবে, আমার মনে হয় তবে আপনি বড় ভুল করছেন।’
তবে তিনি এ বিষয়ে চীনকে হুমকি দেননি বরং সতর্ক করেছেন তেমনটাই দাবি করেছেন বাইডেন।
যদিও বাইডেনের সতর্কতা কানে নেননি চীনের প্রেসিডেন্ট। তিনি উল্টো রাশিয়ার সাথে লিমিটলেস বা সীমাহীন সম্পর্ক গড়ার ঘোষণা দিয়েছেন এবং সাম্প্রতিক সময়ে মস্কো থেকে জ্বালানি আমদানি কয়েকগুণ বাড়িয়েছে বেইজিং।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল