লন্ডনের সেন্ট জর্জ চ্যাপেলের ভেতরে রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেল সমাধিতে স্বামী প্রিন্স ফিলিপের কবরের পাশে শায়িত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে রানিকে সমাহিত করা হয়।
ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত অতিথিদের উদ্দেশে বলেন, ‘এমন ভালবাসা খুব অল্প কয়েকজন নেতাকেই পেতে দেখেছি।’
এই ওয়েস্টমিনস্টার অ্যাবেতেই ব্রিটিশ রাজা-রানিদের গত ১ হাজার বছর ধরে বিয়ে হয়, মুকুট পরেন, সমাধিস্থ করা হয়। সেখানে উপস্থিত ২ হাজার অতিথির মধ্যে ৫০০ জনই ছিলেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিদেশি রাজপরিবারের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তি। বাইরেও লাখো মানুষ রানিকে শ্রদ্ধা জানাতে ভিড় করে।
রানির কফিন লন্ডন থেকে উইন্ডসরে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে সারিবদ্ধ জনতা শ্রদ্ধা জানিয়ে ফুল ছুঁড়ছিল, শোক প্রকাশ করেছিল।
৭০ বছরেরও বেশি সময় ব্রিটিশ সিংহাসনে থাকার পর গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুর পর গত ১০ দিনের কর্মপ্রক্রিয়া অনুযায়ী সোমবার অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে তাকে সমাহিত করা হল।
প্রসঙ্গত, ঐতিহাসিক উইন্ডসর প্রাদাস রানির সরকারি বাসভবন ছিল। সেখানে তিনি কয়েক দশক ধরে ডিউক অব এডিনবরা ফিলিপের সঙ্গে বাস করেছিলেন। আর এই প্রাসাদেরই সেন্ট জর্জ চ্যাপেলে চিরনিন্দ্রায় শায়িত আছেন এক ডজনেরও বেশি ইংরেজ ও ব্রিটিশ রাজা-রানি। যার মধ্যে আছেন, অষ্টম হেনরি এবং প্রথম চার্লসও। ব্রিটিশ রাজপরিবারের প্রায় সব শেষকৃত্যানুষ্ঠানই উইন্ডসর প্রাসাদে হয়। সূত্র : বিবিসি/রয়টার্স
বিডি প্রতিদিন/আবু জাফর