৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৯:১৮

স্বপদেই থাকছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বপদেই থাকছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে প্রায়ুথ চান ওচার থাকতে কোনো বাধা নেই। শুক্রবার এমন সিদ্ধান্তই দিয়েছে দেশটির আদালত।

থাই সাংবিধানিক আদালতের দেওয়া এই রায়ে আবারও স্বপদে বহাল হলেন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা প্রায়ুথ চান।

বিরোধীদের করা মামলার শুনানির সময় প্রায়ুথ চানকে বরখাস্ত করা হয়েছিল। বিরোধীরা দাবি করেছিলেন, সাংবিধানিক বিধান অনুযায়ী প্রায়ুথ তার ক্ষমতার আট বছরের মেয়াদ পূর্ণ করে ফেলেছেন। ফলে তার আর প্রধানমন্ত্রীর পদ আগলে রাখার সুযোগ নেই।

২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন প্রায়ুথ চান। একই বছরের আগস্টে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন তিনি।

তবে আদালত ২০১৭ সাল থেকে প্রায়ুথ চানের মেয়াদ গণনা করেছে। কারণ প্রায়ুথ ক্ষমতায় আসার সময় সংবিধান কার্যকর ছিল না, এমন যুক্তির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর