৪ অক্টোবর, ২০২২ ১৫:২৩

জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধানকে ছেড়ে দিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক

জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধানকে ছেড়ে দিয়েছে রাশিয়া

জাপোরিঝিয়া আণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান ইহোর মুরাশভ

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান ইহোর মুরাশভকে ছেড়ে দিয়েছে রুশ বাহিনী। তাকে ছেড়ে দেওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, ইহোর মুরাশভ নিরাপদে পরিবারের কাছে ফিরেছেন তিনি এই খবর পেয়েছেন।

জাপোরিঝিয়ার এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকলেও পরিচালনা করছেন ইউক্রেনের কর্মীরা। ইউক্রেন দাবি করে, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে রবিবার বেরিয়ে আরেকটি শহরে যাওয়ার সময় ইহোর মুরাশভকে চোখ বেঁধে তুলে নেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে এই অঞ্চল ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিদ্যুৎ কেন্দ্রে গোলাবর্ষণে এক পক্ষ আরেক পক্ষকে অভিযুক্ত করে। সেপ্টেম্বরে জাতিসংঘের মনিটরিং টিম কেন্দ্রটি সফর করে। কেন্দ্রের পাশে একটি ‘সুরক্ষা এলাকা’ করতে বিবাদমান দুই পক্ষকে চাপ প্রয়োগ করে আইএইএ। সূত্র: আল জাজিরা 

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর