যুদ্ধের নতুন পোশাক পেল ভারতীয় বিমান বাহিনীর । ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীটির এই নতুন পোশাক সবার সামনে আনা হয়েছে শনিবার।
ডিজিটাল ক্যামোফ্লাজ (ছদ্মবেশি) এই পোশাকেই এখন থেকে ভারতের বিমান বাহিনীকে দেখা যাবে।
চলতি বছরের শুরুতে দেশটির সেনাবাহিনী এই ডিজিটাল ক্যামোফ্লাজ কমব্যাট পোশাক চালু করে। তবে বিমান বাহিনীর প্রকাশ করা পোশাকের সাথে পার্থক্য আছে।
বিশ্বের বেশিরভাগ সামরিক বাহিনীই ডিজিটাল ক্যামোফ্লাজ পোশাকের পথে হেঁটেছে। নতুন ধরনের এই পোশাকে চলাচল হবে আরও সহজ ও সাবলীল এমনটাই দাবি করেছে ভারতের বিমান বাহিনী।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল