ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সাথে যুক্ত করা ক্রিমিয়ান সেতুতে গাড়িবোমা বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। রাশিয়ার তদন্তকারী কমিটি এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা ও ওয়াশিংটন পোস্টের।
ধারণা করা হচ্ছে, নিহতরা সম্ভবত বিস্ফোরণের সময় সেখানের একটি গাড়ির যাত্রী ছিল। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে যে গাড়ির মাধ্যমে বোমাবিস্ফোরণ হয়েছে সেটির মালিকের পরিচয় বের করা হয়েছে বলেও জানিয়েছে তদন্ত কমিটি।
ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সাথে যুক্ত করা সেতুটিতে আগুন লাগার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। রুশ মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়ার যোগাযোগ বিছিন্ন হওয়াকে একরকম নিজেদের বিজয় বলেই কৃতিত্ব দাবি করছে ইউক্রেন। এ নিয়ে ইউক্রেনে উচ্ছ্বাসের জোয়ার বইছে। একে ইউক্রেনে রুশ যুগের অবসানের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে।
উল্লেখ্য, ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ইউক্রেন থেকে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এই সেতুর মধ্য দিয়ে রাশিয়ার দক্ষিণে ক্রাসনদার অঞ্চলের সঙ্গে ক্রিমিয়ার কেরচ নগরীর সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক