উত্তর কোরিয়া আবারও ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে বলে সন্দেহ করছে জাপান। জাপানের কোস্ট গার্ড রবিবার এই অভিযোগ করে বলেছে, উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালেস্টিক মিসাইল ইতোমধ্যে পতিত হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, জাপানি কোস্টগার্ড তাদের জাহাজগুলোকে তথ্যে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সাগরে নিক্ষিপ্ত কোনো বস্তুর কাছে যেতে নিষেধ করেছে। কোনো তথ্য পেলে সরবরাহের আহ্বানও জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার কোনোরকম সতর্কতা ছাড়াই উত্তর কোরিয়া মিসাইল ছোড়ে। এই মিসাইল জাপানের ওপর দিয়ে উড়ে চলে যায়। এই ঘটনায় জাপান নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশনা দেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল