দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নৌমহড়ারর পরেই আবারও দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে গেল দুই সপ্তাহে ৭ বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল কিম জং উনের দেশ।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, পিয়ংইয়ং রবিবার মানচন উপকূলীয় এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে। যার প্রথমটি ছোড়া হয় দুপুর ১.৪৭ মিনিটে আর দ্বিতীয়টি এর ছয় মিনিট পর।
জাপান সরকার জানিয়েছে, উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাতীয় কিছুর পরীক্ষা চালিয়েছে।
এই ঘটনার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউল বলছে, এটা বড় ধরনে উস্কানিমূলক কাজ। এতে শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে। তাদের দাবি, এতে পরিষ্কারভাবেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চুক্তির লঙ্ঘন হয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল