পূর্ব জেরুজালেমের একটি তল্লাশি চৌকিতে হামলায় এক সেনা নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে ইসরায়েলের সেনারা।
রবিবার ১৮ বছর বয়সী ওই ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়। যাকে নোয়া লাজার নামে শনাক্ত করা হয়েছে। ইসরায়েল জানিয়েছে, এই হামলায় আরও তিন সেনা নিহত হয়েছে।
আহতদের মধ্যে এক সেনার অবস্থা গুরুতর বলেও জানানো হয়েছে।
শনিবারে তল্লাশি চৌকিতে হামলা আগে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে চালানো ইসরায়েলি অভিযানে চার কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
চলতি বছরে ইসরায়েলি সেনাদের হাতে ১১৪ জনের বেশি ইসরায়েলি প্রাণ হারিয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল