ক্রিমিয়ায় অবস্থিত রাশিয়ার কার্চ ব্রিজে বিস্ফোরণের পর সোমবার কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহরে অন্তত ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভে এই হামলা নিয়ে কথা বলেছেন। সোমবার এক বক্তব্যে পুতিন বলেন, ‘ইউক্রেনের শহরে হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব।’ সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে পুতিন কার্চ ব্রিজে বিস্ফোরণকে বুঝিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, এই ধরনের অপরাধের জবাব না দেওয়া অসম্ভব। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেশ করার পর ইউক্রেনের বিভিন্ন শহরে হামলার সিদ্ধান্ত হয়। পৃথক আরেক বক্তব্যে পুতিন বলেন, ইউক্রেন পুনরায় রাশিয়াকে টার্গেট করলে কঠোর জবাব দেওয়া হবে। সূত্র: গার্ডিয়ান
বিডপ্রতিদিন/কবিরুল