ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের প্রাণহানি ও ৫০ জন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। গতকাল কর্মকর্তারা এ খবর জানান। প্রবল বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ায় ভূমিধসের এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
লাস তেজেরিয়াসে শনিবার রাতে বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাটি কাদা ও আবর্জনায় ঢাকা পড়ে। ঘটনাস্থলে স্থানীয় সংবাদ মাধ্যমকে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রী রেমিগিও সিবালস বলেছেন, এই দুর্যোগে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছে। আরো ৫০ জন নিখোঁজ রয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রবল বর্ষণের কারণে বেশকিছু সংখ্যক লোক প্রাণ হারিয়েছে। -বাসস।
বিডি-প্রতিদিন/শফিক