তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, জ্বালানি হাব স্থাপনে রাশিয়া এবং তার সরকার নিজ নিজ দেশের জ্বালানি কর্তৃপক্ষকে কারিগরি গবেষণা করার নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে ‘তুর্কস্ট্রিম’ গ্যাসলাইন দিয়ে অধিক পরিমাণ গ্যাস রপ্তানি প্রসঙ্গে কথা বলেন। এই গ্যাসলাইনটি কৃষ্ণসাগরের তলদেশ দিয়ে প্রবাহিত। গত মাসে রাশিয়া জার্মানি পর্যন্ত অবস্থিত নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস রপ্তানি বন্ধ করে।
শুক্রবার প্রেসিডেন্ট এরদোয়ান এক বক্তব্যে বলেন, সর্বাধিক উপযুক্ত গ্যাস সরবরাহ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়া-তুরস্কে একসঙ্গে কাজ করবে। তুরস্কের থ্রেস অঞ্চল, গ্রিস এবং বুলিগেরিয়া সীমান্ত সব থেকে উপযুক্ত স্থান হবে।
এর আগে কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সামিটের ফাঁকে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোয়ান।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গ্যাস কেন্দ্র স্থাপন নিয়ে এই প্রথম জনসম্মুখে কথা বললেন প্রেসিডেন্ট এরদোয়ান। দীর্ঘদিন যাবত জ্বালানি হাব স্থাপনে আগ্রহ প্রকাশ করে আসছে তুরস্ক। এরদোয়ান বলেছেন, এটা নিয়ে কোনো অপেক্ষা নয়।
বিডিপ্রতিদিন/কবিরুল