যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাতে দেশটির জনপ্রিয় সংবাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে, সৌদি আরবে ইরান হামলা চালাতে পারে বলে উল্লেখ করে। তবে ইরান এই প্রতিবেদন প্রত্যাখান করে বলছে, ‘এটি ভিত্তিহীন।’
বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, কিছু পশ্চিমা ও ইহুদি পার্টি এমন পক্ষপাতমূলক প্রতিবেদনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নেতিবাচক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের সাম্প্রতিক ইতিবাচক ট্রেন্ড ধ্বংসের চেষ্টা করছে। নাসের কানানি বলেন, প্রতিবেশীদের সঙ্গে পারস্পারিক সম্মানের ভিত্তিতে ইরান সু- প্রতিবেশীসুলভ সম্পর্ক রক্ষার নীতি অব্যাহত রেখেছে।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ইরানের হুমকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সৌদি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়- ইরানের হামলার হুমকির কারণে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং মধ্য প্রাচ্যের অন্যান্য দেশগুলো সেনাবাহিনীর সতর্কতা বাড়িয়েছে। এরপর অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানায়, শিগগিরই কিংবা ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরবে ইরান আক্রমণ করতে পারে ।
গত মাসে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হুসেইন সালামি সৌদি আরবকে সতর্ক করেছিলেন। ইরানের এলিট বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা দাবি করেছিলেন, ইরানের বিক্ষোভে রিয়াদ উসকানি দিচ্ছে। কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু কেন্দ্র করে অক্টোবর মাস জুড়ে ইরানে বিক্ষোভ হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল