আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে গোলাগুলির জন্য পরস্পরকে দোষারোপ করেছে। ২০২০ সালের সেপ্টেম্বরে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশ ৪৩ দিনের যুদ্ধে লিপ্ত হয়। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও থেমে থেমে সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রে আর্মেনিয়ার পরাষ্ট্রমন্ত্রী আরারত মিরজোয়ান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বেরামভের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠকে বসার আগে উভয় দেশ পরস্পরের দিকে সীমান্তে গুলিবর্ষণের অভিযোগ তোলে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর বিশ্ব থেকে ক্রমবর্ধমান বিচ্ছিন্ন মস্কোর স্থলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে মধ্যস্থতায় নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
সোমবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে, আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তের পূর্বদিকে আজেরি বাহিনী গুলি চালিয়েছে। তবে গুলিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, পরিস্থিতি বর্তমান স্বাভাবিক আছে।
অন্যদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কয়েকটি সেনা অবস্থান লক্ষ্য করে আর্মেনিয় বাহিনী গুলি চালিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সোমবার উভয়পক্ষকে উত্তেজনাকর পরিস্থিতির দিকে নিতে পারে এমন অবস্থা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল