ন্যাটোর পরবর্তী সম্মেলন (সামিট) লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হবে। বুধবার জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ১১ ও ১২ জুলাই দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, লিথুয়ানিয়ায় প্রথমবারের মতো এই সম্মেলনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে জোটের সামষ্টিক প্রতিরক্ষা শক্তিশালী করা এবং ইউক্রেনের জন্য ক্রমবর্ধমান সমর্থন ফোকাস করা হবে। ন্যাটো এক বিবৃতিতে জানিয়েছে, আসন্ন সম্মেলনে ফিনল্যান্ড এবং সুইডেন অংশ নিবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গত মে মাসে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের আগ্রহ দেখায়। রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর দেশ দুটি ঐতিহাসিক এই সিদ্ধান্ত নেয়। দশকের পর দশক ধরে তারা ‘সামরিক জোট নিরপেক্ষ’ নীতি নিয়েছিল।
গত ২৯ জুলাই ফিনল্যান্ড ও সুইডেনকে আনুষ্ঠানিকভাবে জোটে যোগদানের আমন্ত্রণ জানায় ন্যাটো। তুরস্ক প্রথমে এই দুই দেশের অন্তর্ভুক্তিতে ভেটো দিলেও জুলাইয়ের আগে ভেটো প্রত্যাহার করে। ন্যাটোতে অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ায় সাধারণত এক বছর সময় লাগে। এছাড়া সকল সদস্য দেশের সমর্থন প্রয়োজন হয়। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
বিডিপ্রতিদিন/কবিরুল