৭ জানুয়ারি, ২০২৩ ১১:২৯

‘যুদ্ধবিরতি কোথায়’ প্রশ্ন ইউক্রেনের

অনলাইন ডেস্ক

‘যুদ্ধবিরতি কোথায়’ প্রশ্ন ইউক্রেনের

বড়দিন উপলক্ষে ইউক্রেনে দুই দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু থেকেই সেই যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা জানিয়েছিল ইউক্রেন।

এবার ইউক্রেন দাবি করেছে, যুদ্ধবিরতির মধ্যে শুক্রবারও দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা। যদিও মস্কোর অভিযোগ, রাশিয়ার ‘একতরফা যুদ্ধবিরতি’ কিয়েভ প্রত্যাখান করে তাদের সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে শুক্রবার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন পুতিন। আর ইউক্রেন জানিয়েছিল, রাশিয়ার আসলে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছে নেই। উল্টো তার পুনঃরায় সেনাদের ছক সাজানোর জন্য কিছুটা সময় নিচ্ছে।

ইউক্রেনের সেনারা বলছে, যুদ্ধবিরতির কোনো নজির নেই। রাশিয়ার সেনারা এখনও হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনের সেনাদের দাবি, রাশিয়াকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা যুদ্ধবিরতির বিষয়টি পর্যবেক্ষণ করছে। রুশদের অভিযোগ, ইউক্রেন জনাকীর্ণ এলাকা এবং তাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।


সূত্র: রয়টার্স


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর