বিশ্বের সর্ববৃহৎ রেইনফরেস্ট অ্যামাজন উজাড়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো ছিলেন সিদ্ধহস্ত। বনের বদলে তিনি ওইসব এলাকায় শিল্প বিস্তারেই বেশি মনোযোগী ছিলেন। এমনকি পশুপালনের মতো কাজেও তিনি অ্যামাজন উজাড়ের অনুমতি দিয়েছিলেন।
বন নিধনে এক রেকর্ড গড়েই ক্ষমতা ছেড়েছেন জেইর বলসোনারো। হিসেব বলছে ২০২২ সালে ডিসেম্বরে তার আগের বছরের একই সময়ের তুলনায় অ্যামাজন উজাড় হওয়ার পরিমাণ বেড়েছে ১৫০ শতাংশ।
পর্যবেক্ষণ স্যালেলাইট থেকে পাওয়া তথ্য বলছে, ডিসেম্বরে ২৮৪.৪ বর্গ কিলোমিটার বন উজাড় হয়েছে অ্যামাজন অঞ্চলে।
২০২১ সালে সেই বন উজাড় হয়েছিল ৮৭.২বর্গ কিলোমিটার। সে হিসেবে ২০২২ সালে ১৫০ শতাংশ বেড়েছে বন উজাড়ের হার।
২০২৩ সালের জানুয়ারি মাসে ব্রাজিলের ক্ষমতা নিয়েছেন বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা ডি সিলভা।
বলসোনারোর আমলে তার আগের এক দশকের তুলনায় ৭৫.৫ শতাংশ বেশি বন উজাড় হয়েছে অ্যামাজন এলাকায়।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল