সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু করার আগে যে বিধি প্রণয়ন (rule frame)-এর কাজ করতে হয়, সেই বিধি প্রণয়নের জন্য অতিরিক্ত ছয় মাস সময় চাইল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, দেশটির সংসদের লোকসভা ও রাজ্যসভার সিএএ সম্পর্কিত 'সাবঅর্ডিনেট লেজিসলেসন কমিটি'কে চিঠি লিখে নতুন নাগরিকত্ব আইনের বিধি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য এই অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। এ নিয়ে এই আইন সম্পর্কিত বিধি প্রণয়নের জন্য সপ্তমবার অতিরিক্ত সময় চাওয়া হল। কারণ বিধি প্রণয়ন না হলে এই আইন বাস্তবায়নও সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্যসভার কাছে আগামী ৩০ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে। রাজ্যসভার কমিটি কেন্দ্রের সেই অনুমোদন মেনেও নিয়েছে। যদিও লোকসভার কমিটির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, 'সংসদীয় কমিটির কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। রাজ্যসভার কাছ থেকে তাতে অনুমোদন পাওয়া গেছে। আমরা আশাবাদী, লোকসভার কমিটির কাছ থেকেও তাতে অনুমোদন পাব।'
এর আগে ষষ্ঠবার যে অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল, সেই সময়সীমা রাজ্যসভার ক্ষেত্রে গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে এবং লোকসভার ক্ষেত্রে চলতি বছরের ৯ জানুয়ারি, সোমবার শেষ হচ্ছে।
উল্লেখ্য গত ২০১৯ সালে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই ওই বছরের ডিসেম্বরে ভারতের সংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন। কিন্তু তারপর আড়াই বছরের বেশি সময় কেটে গেলেও এই আইনের বিধি নিয়ম (Rule Frame) জারি হয়নি, ফলে এই নতুন আইন বাস্তবে কার্যকর হয়নি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'এর যুক্তি ছিল করোনার কারণেই এই আইনের রূপায়ণ শুরু করা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল