তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে।
সিএনএনের সাংবাদিক এয়াদ কৌরদি এ তথ্য জানিয়েছেন। তিনি গাজিয়ানতেপ শহরে বসবাস করেন।
সাংবাদিক এয়াদ বলেন, ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর খুবই শক্তিশালী আটটি আফটার শক হয়। এতে তার ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র মাটিতে পড়ে যায়। তিনি আরও জানান, ভূমিকম্পের পরপরই তার আশপাশের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন।আবহাওবিদদের বক্তব্য, শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা এমনকি কয়েকদিন পর পর্যন্তও আফটারশক হতে পারে।
এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কে এখন খারাপ আবহাওয়া বিরাজ করছে। এটা সোমবার সংঘটিত ভূমিকম্পন এলাকায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত করতে পারে।
আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেগলু বলেন, ইস্তানবুল এবং আঙ্কারার ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃষ্টি সঙ্গে বাতাস পাশাপাশি আঙ্কারায় ভারী তুষারপাত হয়েছে। এ কারণে আক্রান্ত এলাকায় সহজে যাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলেপ্পো প্রদেশে অন্তত ৪২ জন নিহত হয়েছে। সানার খবর অনুসারে, অন্তত ২০০ মানুষ আহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল