৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৫০

তুরস্কে ভূমিকম্প: লাইভেই ভেঙে পড়ল ভবন, ভয়ে ছুটলেন টিভি কর্মীরা

অনলাইন ডেস্ক

তুরস্কে ভূমিকম্প: লাইভেই ভেঙে পড়ল ভবন, ভয়ে ছুটলেন টিভি কর্মীরা

তুরস্কে ভয়াবহ ৭.৮ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। তার মাঝেই আবার ওই এলাকায় আঘাত হেনেছে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প।

প্রথম ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর দিতেই মালাতিয়া শহরে ছিলেন, তুরস্কের একটি টিভি চ্যানেলের সংবাদকর্মীরা। লাইভে জানাচ্ছিলেন সেখানকার ক্ষয়ক্ষতির খবর।

আর সেই লাইভের মাঝেই তাদের সামনে ভেঙে পড়ে একটি নিকটবর্তী ভবন। জীবন বাঁচাতে দৌড় দেন রিপোর্টার ইয়ুকসেল আকালানসহ ক্রু মেম্বাররা।

আকালান পরে জানিয়েছেন, তিনি ও তার দলের সদস্যরা মালাতিয়ার উদ্ধার অভিযানের খবর জানাচ্ছিলেন। তখনই তাদের কাছে ভবনটি ভেঙে পড়ে।

ওই ভিডিওতে মানুষ জনকে চিৎকার করতে দেখা যায়। 

 

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর