৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩০
দুর্যোগ প্রশমন প্রস্তুতিতে ঘাটতির অভিযোগ

সমালোচনার মুখে নিজ সরকারের সাফাই গাইলেন এরদোগান

অনলাইন ডেস্ক

সমালোচনার মুখে নিজ সরকারের সাফাই গাইলেন এরদোগান

ভয়াবহ জোড়া ভূমিকম্পের পরই বড় সমালোচনার মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। অনেকেই তার সরকারের উদ্ধার অভিযানে ধীরগতিসহ নানা বিষয়ে সমালোচনা করছেন।

তবে এরদোগান এসব মানতে নারাজ। তিনি বলেছেন, এতো বড় দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখা সম্ভব নয়।

এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে ১৫ হাজারের বেশি মানুষ মার গেছে। আহত ও নিখোঁজের সংখ্যা বলছে মৃতের সংখ্য আরও বাড়তে পারে। 

শহরগুলোর স্থানীয় প্রশাসন বলছে, উদ্ধার অভিযান খুবই ধীর গতিতে আগাচ্ছে। তারা এজন্য কেন্দ্রীয় সরকারের প্রস্তুতিহীনতাকেই দায়ী করছেন।

এরদোগান এসব অভিযোগের কিছুটা মেনেও নিয়েছেন। তিনি জানিয়েছে, কিছু সমস্যা আছে তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

তুরস্কের বিরোধী দলীয় নেতারা বলছেন, এই ধীর গতির জন্য এরদোগানই দায়ী। তবে এরদোগান অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এমন পরিস্থিতিতেও অনেকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য নেতিবাচক প্রচার চালাচ্ছে, এটা আমি হজম করতে পারছি না।’


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর