তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ছয় হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের পরই আলোচনায় এসেছে দেশটির নগরায়নে বিল্ডিং কোড না মানার বিষয়টি। আর এই কাজে হেলাফেলা করার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রশাসনকেই দায়ী করছেন অনেকে।
এ বষিয়ে এরদোগানের প্রশাসনও নড়েচড়ে বসেছে। তুর্কি প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ভবন নির্মাণে গাফিলতির অভিযোগে ১১৩ ঠিকাদার ও ভবন নির্মাণ সংশ্লিষ্ট কাজে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এরমধ্যে ১২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা গত সোমবারের ভূমিকম্পে অন্তত ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে সংশ্লিষ্টরা।
তবে অনেকেই বলছেন, নিজেদের দিক থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই এই গ্রেফতার অভিযান শুরু করেছে এরদোগানের প্রশাসন।
অনেক বছর ধরেই তুরস্কের নতুন বানানো ভবনগুলো অনিরাপদ উল্লেখ করে সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। তবে অনেকেরই দাবি সরকার সেই কথা কানে তোলেনি। আর তারই মাশুল গুনতে হয়েছে হাজার হাজার মানুষের জীবন দিয়ে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল