সম্প্রতি বেলুনকাণ্ড নিয়ে উত্তেজনা ছড়িয়েছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। চীনের বেলুন আমেরিকার আকাশে ভূপাতিত করা হয়েছে। এই বেলুন দিয়ে গোয়েন্দা নজরদারি চালানোর অভিযোগ করেছে আমেরিকা। চীন অভিযোগ অস্বীকার করে সেটিকে আবহাওয়া ডিভাইস বলে দাবি করেছে।
তবে এরপর আরও দুটি ‘রহস্যজনক বস্তু’ নিজেদের আকাশে ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলাস্কা অঙ্গরাজ্যের কানাডা সীমান্তবর্তী এলাকায় আকাশে ওই বস্তুকে উড়তে দেখা যায়। আকাশে সেটি অনেক ওপর দিয়ে উড়ছিল। পরে তা যুদ্ধবিমান পাঠিয়ে ভূপাতিত করে আমেরিকা।
সবশেষ রবিবার আরও একটি রহস্যজনক বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। কানাডা সীমান্তবর্তী লেক হিউরন এলাকায় উড়ন্ত বস্তুটিকে ভূপাতিত করা হয়।
এদিকে, আমেরিকার আকাশে এসব ‘উড়ন্ত রহস্যজনক বস্তু’ নিয়ে উত্তেজনার মাঝেই এবার নিজেদের আকাশে ‘রহস্যময় বস্তু’ শনাক্তের দাবি করেছে চীন। তবে উড়ন্ত বস্তুটি আসলে কী, তা নিশ্চিত করতে পারেনি চীনা প্রশাসন। নিজস্ব জলসীমায় উড়ে চলা বস্তুটি গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছে চীন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের বন্দর নগরী কুইংদাওয়ের জলসীমায় রহস্যময় বস্তু উড়তে দেখা গেছে। কুইংদাওয়ের জিমো ডিস্ট্রিক্টের সমুদ্রবিষয়ক উন্নয়ন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যময় উড়ন্ত বস্তুটি গুলি করে নামানোর প্রস্তুতি নিয়েছে। এ জন্য সেখানকার ব্যস্ততম বন্দর ও জেলেদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, দ্য টেলিগ্রাফ, ফোর্বস, স্ট্রেইটস টাইমস, ফক্সনিউজ
বিডি প্রতিদিন/কালাম