৭ মার্চ, ২০২৩ ১৬:৩২

ব্যর্থতায় পর্যবসিত হলো মহাকাশে জাপানের স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা

অনলাইন ডেস্ক

ব্যর্থতায় পর্যবসিত হলো মহাকাশে জাপানের স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা

মঙ্গলবার বেলা ১০টা ৫২ মিনিটে মহাকাশযানটি ধ্বংসের বার্তা পাঠানো হয়

জাপান প্রথমবারের মতো মহাকাশে নিজেদের পতাকাবাহী স্যাটেলাইট রকেট পাঠায়। কিন্তু এটি সফল অভিষেকে ব্যর্থ হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণকারীরা রকেটটি ধ্বংস করার বার্তা পাঠান।

জাপানের মহাকাশ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার বেলা ১০টা ৫২ মিনিটে এটি ধ্বংসের বার্তা পাঠানো হয়। জাপানের জনসম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, এইচ-৩ রকেটের দ্বিতীয় পর্ব জ্বলেনি।

খবর অনুসারে, তানেগাসিমা স্পেস সেন্টার থেকে আধুনিক ভূপর্যবেক্ষণ স্যাটেলাইট-৩ নিয়ে মহাকাশ যানটি উড্ডয়ন করে। কর্তৃপক্ষ বলেছিল, এই স্যাটেলাইট দুযোর্গ ব্যবস্থাপনার প্রধান হাতিয়ার হবে। কিন্তু মঙ্গলবার মহাকাশযানে স্যাটেলাইট প্রেরণে জাপানের প্রচেষ্টা মহাকাশ সংস্থার দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো। এর আগে গত  ১৭ ফেব্রুয়ারি প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর