২১ মার্চ, ২০২৩ ১১:২৫

বাল্টিক সাগরে মার্কিন বোমারু যুদ্ধবিমান, পাল্টা বিমান ওড়াল রাশিয়া

অনলাইন ডেস্ক

বাল্টিক সাগরে মার্কিন বোমারু যুদ্ধবিমান, পাল্টা বিমান ওড়াল রাশিয়া

রাশিয়া একটি এস-ইউ ৩৫ যুদ্ধবিমান আকাশে ওড়ায়

যুক্তরাষ্ট্রের দুইটি কৌশলগত বোমারু বিমান রাশিয়ার সীমান্তের দিকে উড়ে যায়। এই ঘটনায় রাশিয়া একটি এস-ইউ ৩৫ যুদ্ধবিমান আকাশে ওড়ায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়ে বলেছে, তাদের যুদ্ধবিমানটি ঘাঁটিতে ফিরে আসে। কারণ, রাশিয়ার সীমান্তের দিক থেকে মার্কিন বোমারু বিমান চলে যায়। 

গত সপ্তাহে কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ড্রোনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিমান মুখোমুখি হয়। রুশ যুদ্ধবিমানের আঘাতে মার্কিন ড্রোন ভেঙে পড়ে। ওই ঘটনা নিয়ে উত্তেজনা ঠাণ্ডা না হতেই নতুন এই ঘটনা ঘটল।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাস দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ সেন্টারকে উদ্ধৃত করে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের যে দুইটি বিমান তাদের সীমান্তের দিকে উড়ে যায়, তা বি-৫২এইচ বলে শনাক্ত করা হয়। রাডারে মার্কিন বিমান শনাক্তের পরপরই এসইউ-৩৫ যুদ্ধবিমান ওড়ানো হয়। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সীমান্তের কোনো লঙ্ঘনের অনুমতি নেই। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর