৫ এপ্রিল, ২০২৩ ২২:১৫

ব্রাজিলে ডে-কেয়ার সেন্টারে কুড়াল নিয়ে হামলা, ৪ শিশু নিহত

অনলাইন ডেস্ক

ব্রাজিলে ডে-কেয়ার সেন্টারে কুড়াল নিয়ে হামলা, ৪ শিশু নিহত

নিহত শিশুর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন

দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনা রাজ্যের ব্লুমেন্যু শহরের একটি ডে-কেয়ার সেন্টারে এক ব্যক্তি কুড়াল নিয়ে হামলা চালিয়েছে। এতে চার শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অপর চারশিশু।

বুধবার এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। খবরে বলা হয়েছে, হামলাকারীর বয়স ২৫ বছর। দেয়াল টপকে তিনি ডে-কেয়ার সেন্টারে প্রবেশ করে আক্রমণ করে। নিহত চারশিশুর মধ্যে তিনজন ছেলে আর একজন মেয়ে। 

সান্টা ক্যাটারিনার গভর্নর জর্জিনহো মেলো বলেন, ‘ক্যান্টিনহো বোম প্যাস্টর’ নামের ডে-কেয়ার সেন্টারে হামলা চালানো হয়েছে। হামলাকারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা। গভর্নর জর্জিনহো মেলোও শোক প্রকাশ করেছেন। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর