পুতিন একাধিক (ডাবল) বডি আছে এমন গুঞ্জন রয়েছে। সম্প্রতি তিনি ইউক্রেনের খেরসন অঞ্চল পরিদর্শনের পর এই গুঞ্জন বেশি চাউর হয়। বিষয়টি নিয়ে কথা বলেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন একাধিক পুতিন আছেন যারা প্রকৃত পুতিনের হয়ে কাজ করেন আর তিনি (প্রকৃত পুতিন) বাঙ্কারে বসে থাকেন।’
পেসকভ এ সময় বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট কেমন আপনারা তা নিজের চোখে দেখে থাকেন। তিনি সর্বদা ছিলেন এবং এখনও ব্যাপক সক্রিয় আছেন। যারা তার সঙ্গে কাজ করে তারা খুব কমই প্রেসিডেন্টের সঙ্গে কাজে তাল দিয়ে উঠতে পারেন।’
পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিনের এনার্জি (শক্তি) হিংসা করার মতো। তার মতো স্বাস্থ্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে নিতে হয়। তিনি বাঙ্কারে বসে থাকেন না। এটা অবশ্যই মিথ্যা।পুতিনের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গুঞ্জন রয়েছে। তবে ক্রেমলিন বরাবরই বিষয়টি উড়িয়ে দিয়েছে।
গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফর করেন। পুতিনকে উদ্দেশ্য করে জিনপিং বলেন, ‘তিনি (জিনপিং) আশ্বস্ত যে, আগামী নির্বাচনেও (২০২৪ সালে অনুষ্ঠিত হবে) রাশিয়ার ভোটাররা পুতিনকে পুনরায় নির্বাচিত করবেন।’ যদিও পুতিন এখনও বলেননি তিনি পুনরায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন কিনা।
১৯৯০ এর দশকে পুতিন প্রথম রাশিয়ার ক্ষমতা গ্রহণ করেন। ওই সময় তিনি রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন ভাঙা পরবর্তী বিশৃঙ্খলা সমাপ্তির অঙ্গীকার করেছিলেন। কিন্তু গত বছর ইউক্রেনে হানা দিয়ে ক্রেমলিন প্রধান পুতিন ১৯৭৯-৮৯ সালের সোভিয়েত- আফগানিস্তান যুদ্ধ পরবর্তী সর্বোচ্চ সামরিক সংকটে পড়েছেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল