১৫ মে, ২০২৩ ০১:৫৬

রাশিয়ায় ভূখণ্ডে আক্রমণের পরিকল্পনা ইউক্রেনের নেই: জেলেনস্কি

অনলাইন ডেস্ক

রাশিয়ায় ভূখণ্ডে আক্রমণের পরিকল্পনা ইউক্রেনের নেই: জেলেনস্কি

রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালানোর কোনো পরিকল্পনা ইউক্রেনের নেই। জার্মান সফরের সময় এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সাথে আলোচনার পর জেলেনস্কি জানিয়েছেন, ‌‘আমরা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছি না।’ ‘আমরা কেবল আমাদের ভূখণ্ড রক্ষার জন্য লড়াই করার প্রস্তুতি নিচ্ছি।’ 

এই সফরে ইউক্রেনকে ২.৭ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর। এই ঘোষণার আওতায় লেপার্ড ট্যাংকসহ বিমান বিধ্বংসী অস্ত্রও পাবে ইউক্রেন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলো। কিয়েভকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর