২২ মে, ২০২৩ ১২:১১

টুইটে চটেছে ইরান, সুইস রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক

টুইটে চটেছে ইরান, সুইস রাষ্ট্রদূতকে তলব

তেহরানে সুইজারল্যান্ড দূতাবাস। সংগৃহীত ছবি

তিন ইরানি বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে টুইট করার ঘটনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করল ইরান।

শুক্রবার সুইস রাষ্ট্রদূত একটি টুইট করেছিলেন। তাতে বলা হয়েছিল, সম্প্রতি তিন বিক্ষোভকারীকে যেভাবে প্রাণদণ্ড দিয়েছে ইরান, তা মেনে নেওয়া যায় না। প্রাণদণ্ড বন্ধ হওয়া উচিত। আর এতেই চরম চটেছে ইরান। তাদের বক্তব্য, বিচারপ্রক্রিয়া এবং শাস্তি ইরানের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে সুইস রাষ্ট্রদূতের মন্তব্য করার কোনও অধিকার নেই।

সুইস রাষ্ট্রদূতকে ডেকে ঠিক এই কথাটিই স্পষ্ট করে জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস রাষ্ট্রদূতকে তলব করেছিল। রবিবার রাষ্ট্রদূত দেখা করতে গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শুধু টুইটের বয়ান নয়, ইরানের যে পতাকা ব্যবহার করা হয়েছে ওই টুইটে, সেটিও ভুল। পুরনো সময়ের পতাকার ছবি ব্যবহার করেছে সুইস দূতাবাস।

ইরানে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৬ বছরের এক কুর্দি নারীর মৃত্যুর পর থেকে বিক্ষোভ শুরু হয়। ঠিকমতো পোশাক পরেনি, এই অভিযোগে নীতিপুলিশ তাকে গ্রেফতার করেছিল। পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে ইরান। রাস্তায় রাস্তায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। বহু তারকাও এই বিক্ষোভে অংশ নেন। সরকার কঠোর হাতে বিক্ষোভ মোকাবিলা করে। হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। তাদেরই তিনজনকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে সম্প্রতি। যা নিয়ে টুইট করেছিল সুইস দূতাবাস। সুজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রাণদণ্ডের বিরুদ্ধে মন্তব্য করার পরই টুইটটি করা হয়।

এদিকে ইরান জানিয়েছে, ওই তিন ব্যক্তিকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে কারণ, তারা তিনজনই ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। ইরান কোনওভাবেই এই ধরনের আচরণ বরদাস্ত করবে না। সূত্র: ডয়েচে ভেলে, ভয়েস অব আমেরিকা

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর