২ জুন, ২০২৩ ১৫:৪৬

বেলগোরোদে ইউক্রেনের গোলাবর্ষণ, দুই রুশ নাগরিক নিহত

অনলাইন ডেস্ক

বেলগোরোদে ইউক্রেনের গোলাবর্ষণ, দুই রুশ নাগরিক নিহত

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে বিস্ফোরণের একটি দৃশ্য

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে দুই রুশ নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। 

শুক্রবার বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্লাদকভ এই তথ্য জানিয়েছেন। 

বেলগোরোদে গভর্নর বলেন, সেবেকিনিস্কাই জেলার মাসলোভা প্রিস্তান সড়কে গোলাবর্ষণ করে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। সড়ক দিয়ে গাড়িতে যাচ্ছিলেন দুই নারী। গোলা লেগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দ্বিতীয় আরেকটি গাড়ির দুইজন আহত হন।

রাশিয়ার এই অঞ্চলের সঙ্গে ইউক্রেনের সীমান্ত আছে। অতীতেও এই অঞ্চলে হামলা হয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেন গোলাবর্ষণ বাড়িয়েছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর