শিরোনাম
২ জুন, ২০২৩ ১৬:৪৭

রাশিয়া-ইউক্রেনকে ফ্রন্টলাইনে সমরাস্ত্র পাঠানো বন্ধের আহ্বান চীনের বিশেষ দূতের

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেনকে ফ্রন্টলাইনে সমরাস্ত্র পাঠানো বন্ধের আহ্বান  চীনের বিশেষ দূতের

চীনের বিশেষ দূত লি হুই

চীনের বিশেষ দূত লি হুই রাশিয়া-ইউক্রেনের প্রতি যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন। 

যুদ্ধ বন্ধের উদ্যোগ হিসেবে চীন তাদের বিশেষ দূত লি হুইকে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনে সফরে পাঠান। এছাড়া তিনি ইউরোপীয় কয়েকটি দেশেও সফর করেন। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে চীনের এই দূত যুদ্ধেরত উভয়পক্ষকে যুদ্ধের ময়দানে সমরাস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানালেন।

চীনের বিশেষ দূত লি হুই বলেন, চীন বিশ্বাস করে, যদি আমরা সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চায়, যদি জীবন বাঁচাতে চায়; তাহলে ফ্রন্টলাইনে সমরাস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। অন্যথায় উত্তেজনা ক্রমশ বাড়বে।

১২ দিন ইউরোপীয় দেশ এবং ইউক্রেন ও রাশিয়া সফরের পর চীনের এই দূত বলেন, উভয়পক্ষের মধ্যে ব্যাপক গ্যাপ রয়েছে। তার সফরের এখনই ইতিবাচক কোনো ফলফল আনবে না। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনে আরও একটি প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নিয়েছে চীন।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর