রাশিয়ার বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অভিযোগ করে বলেছেন, ইউক্রেনে ক্ষয়ক্ষতি নিয়ে রুশ সেনাপ্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মিথ্যা বলেছেন।
গত দুই দিনে একাধিক অডিও বার্তায় তিনি এই অভিযোগ তোলেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, অডিও বার্তায় ভাড়াটে সেনাদলের নেতা প্রিগোজিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু এবং সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভের তীব্র সমালোচনা করেন। প্রিগোজিন বলেন, ‘প্রেসিডেন্ট ডেস্কে ময়লার বোঝা রাখা হচ্ছে। শইগু এবং গেরাসিমভের সাধারণ একটি অ্যাপ্রোচ রয়েছে। তাদের মিথ্যা তথ্য বিশ্বাস করা রাশিয়ার জনগণের জন্য দানবীয় হবে ‘
প্রিগোজিন আরও বলেন, সবার কাছে তথ্য লুকানো হচ্ছে। রাশিয়া একদিন জাগবে এবং তারা জানতে পারবে, ক্রিমিয়া ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তারা রাশিয়ার জনগণকে বিভ্রান্ত করছে। আর যদি এটা চলতে থাকে, আমাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ত্যাগ করতে হবে। তাহলো রাশিয়া।
বিডিপ্রতিদিন/কবিরুল