ইউক্রেনে ভয়ঙ্কর ক্লাস্টার বোমা পাঠােনোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানা গেছে। মানবিক সংকট নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্তে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করছে। শতাধিক দেশে এই বোমা নিষিদ্ধ। নাম প্রকাশ না করার শর্তে তিন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছে, ক্লাস্টারবোমাসহ নতুন অস্ত্র প্যাকেজের ঘোষণা শুক্রবারই আসতে পারে বলে জানিয়েছে। খবর আল-জাজিরার।
জানা গেছে, ক্লাস্টার বোমা সাধারণত একটি বিস্তৃত অঞ্চলজুড়ে প্রচুর পরিমাণে ছোট বোমা ফেলে দেয়। যা যুদ্ধের সময় ও তার অনেক পরে বেসামরিক নাগরিকদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। কারণ কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় থাকে।
ইউক্রেন যদি শর্ত পূরণে ব্যর্থ হয় অর্থাৎ, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সংস্কার আনতে না পারে, তাহলে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ী হলেও ন্যাটোর সদস্যপদ পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দ্রুত অন্তর্ভুক্তির জন্য ন্যাটোর নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার জবাবেই কিয়েভকে এ সতর্কবার্তা দিলো হোয়াইট হাউজ।বিডি-প্রতিদিন/শফিক