২৮ জুলাই, ২০২৩ ১৬:০৩

দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিপক্ষে সফলতা অর্জনের দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিপক্ষে সফলতা অর্জনের দাবি ইউক্রেনের

রাশিয়ার সেনাদের হটিয়ে নিজেদের ভূমি ফের নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রে দক্ষিণাঞ্চলে সফলতা পাওয়ার দাবি করেছে ইউক্রেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ইউক্রেনের সেনারা স্তারোমিওস্কে গ্রামটি ফের নিয়ন্ত্রণে ‍নিয়েছে।

জাপোরিঝিয়া শহর থেকে এই গ্রামটি ১৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। তবে এখনো রাশিয়া ওই এলাকায় ক্রমাগত বিমান ও আর্টিলারি হামলা চালাচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন, ইউক্রেন পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে।

সেন্ট পিটার্সবার্গে পুতিন সাংবাদিকদের বলেছেন, পাল্টা আক্রমণে কোনো সুবিধা করতে পারছে না ইউক্রেন। তিনি বলেন, ‘তাদের সব পাল্টা প্রতিরোধ চেষ্টা থামিয়ে দেওয়া হয়েছে। শত্রুদের বড় ক্ষয়ক্ষতি করে ফেরত পাঠানো হচ্ছে।’

যদিও জেলেনস্কির পোস্ট করা ভিডিওতে সেনাদের ইউক্রেনের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, ‘আমরা দখলদারদের হটানোর কাজ অব্যাহত রেখেছি।’

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর