সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে ইরান এবং বেলারুশের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।
গত মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থার দুই নতুন সদস্য হিসেবে ইরান ও বেলারুশের সাথে সামরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী।
চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে বেইজিং সবসময় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের বিষয়টিকে সমর্থন করে। তিনি আরও বলেন, সামরিক ক্ষেত্রে রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়।পর্যবেক্ষকরা বলছেন, ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সামরিক সহযোগিতার বিষয়ে কোনো উচ্চপদস্থ চীনা কর্মকর্তার মন্তব্য করার এটাই প্রথম ঘটনা নয়। তা সত্ত্বেও, মনে হচ্ছে এই প্রথম বেইজিং সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে ইরান ও বেলারুশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার ওপর জোর দেয়ায় বিষয়টির গুরুত্ব অনেক বেড়েছে।
সম্প্রতি চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন হুমকির পর চীনা প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন। ইরানের সামরিক সক্ষমতার ব্যাপারে চীনা বিশেষজ্ঞ শিয়াওয়াইহ সম্প্রতি বলেছেন, ইরান বিশ্বের অন্যতম বৃহত্তম সাবমেরিন ইউনিটগুলোর অধিকারী।
মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে রাশিয়া ও চীনের সামরিক শক্তির ব্যাপারে অসন্তুোষ প্রকাশ করে ওই দুটি স্বাধীন দেশকে হুমকি দিয়ে আসছে। এমনকি সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্য ইউরোপে যুদ্ধ বহর পাঠিয়ে চীন ও রাশিয়ার বিরুদ্ধে হুমকিকে প্রকাশ্যে নিয়ে এলো আমেরিকা। ধারণা করা হচ্ছে, চীনের কর্মকর্তারা মার্কিন হুমকির বিষয়টিকে বিবেচনায় নিয়ে ইরানের সাথে নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা বললেন।
সূত্র : ইয়াহোনিউজ.কম
বিডি-প্রতিদিন/বাজিত