শক্তিশালী হ্যারিকেন ‘হিলারি’ ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। মেক্সিকোর বাজা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কাছাকাছি চলে এসেছে হ্যারিকেন হিলারি। আর এই ঝড়ের আগে ক্যালিফোর্নিয়ার বিস্তৃত অঞ্চলজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সোমবার পর্যন্ত ঝড় থেকে ‘বিপর্যয়কর এবং প্রাণঘাতী বন্যা’ দেখা দিতে পারে। ঝড়ের কেন্দ্র আঘাত হানার আগে ভারী বৃষ্টির হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ‘বৃষ্টি থেকে বন্যার প্রভাবের জন্য প্রস্তুতি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা উচিত। কারণ আজ কেন্দ্রটি আঘাত হানার আগে ভারী বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে, আজ রাত থেকে সোমবার পর্যন্ত বিপজ্জনক এবং স্থানীয়ভাবে বিপর্যয়কর প্রভাবসহ হঠাৎ বন্যা দেখা দিতে পারে।’
সিএনএন জানিয়েছে, হারিকেন হিলারি কিছুটা দুর্বল হয়ে তিন মাত্রার ঝড়ে নেমে এসেছে। এই মুহূর্তে এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ