দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। পিয়ংইয়ং যুদ্ধের মহড়া হিসেবে দেখছে। সিউলের সামরিক মহড়ার জবাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এই টেস্ট তদারকি করেছেন।
আল জাজিরার খবর অনুসারে, কিম পূর্ব উপকূলে একটি নৌ ইউনিট পরিদর্শন করেছেন। মূলত সেখানেই তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র খবর অনুসারে, সোমবার কিমকে অফিসারদের দ্বারা বেষ্টিত একটি জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্য একটি ছবিতে কিমকে কোয়েতে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপর দৃশ্য দেখতে দেখা গেছে।
সোমবার খবর প্রকাশ করলেও উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ কিমের এই সফর ঠিক কবে ছিল তা প্রকাশ করেনি কিংবা ক্ষেপণাস্ত্রসম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল