গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতিবিরোধী ক্রুসেডার বানার্ড এরেভালো নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। ব্যাপক দুর্নীতি মোকাবিলায় উত্তরসূরি নেতাদের ব্যর্থতা পরিবর্তনের জন্য ভোটাররা একটি নির্ণায়ক সিদ্ধান্ত নিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ৯৮ শতাংশ ব্যালট গণনা হয়েছে। গণনাকৃত ভোটের মধ্যে বানার্ড এরেভালো ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সান্ড্রা টোরেস ৩৬ শতাংশ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন টিএসই'র প্রধান বিচারক ব্লাঙ্কা আলফারো জানিয়েছেন, মধ্য-বাম সেমিলা (সিড) মুভমেন্টের বানার্ড এরেভালো‘কার্যত বিজয়ী' হয়েছেন। দেশের গভীর রাজনৈতিক বিভাজন দূর করতে অবিলম্বে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি আলেহান্দ্রো গিয়ামাত্তে এক্স-এ একটি টুইটে বানার্ড এরেভালোকে অভিনন্দন জানিয়েছেন। ফলাফল প্রত্যয়িত হওয়ার পরের দিন তাকে সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার আমন্ত্রণ জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল