তুরস্কের জনপ্রিয় বাইকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বুরাক চান তাসান ২৩ বছর বয়সেই দুর্ঘটনায় মারা গেছেন। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, একটি কুকুরের সাথে ধাক্কা খেলে দুর্ঘটনার কবলে পড়েন তাসান। আদানা জেলায় গত সপ্তাহে এই দুর্ঘটনা ঘটে।
আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
আরেক বাইকার ইয়ারেন কারাকে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। চলতি বছরের ৩ জুলাই তারা বাগদানও সম্পন্ন করেছিলেন।
এই ঘটনায় কারাও বেশ কষ্ট পেয়েছেন। এক ভিডিওতে প্রকাশ করেছেন তার শোকানুভূতি।
বিডি প্রতিদিন/নাজমুল