ইউক্রেনের চারটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। মঙ্গলবার সকালে ব্রায়ানস্ক অঞ্চলে এই ঘটনা ঘটে। রুশ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেছেন, মঙ্গলবার ভোরে এই ড্রোন চারটিকে ধ্বংস করা হয়েছে। এর জেরে মস্কোর তিনটি বিমানবন্দর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।
এসব ড্রোন হামলার কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, একটি বহুতল বাড়ির অনেকগুলো তলায় কাচ ভেঙেছে। বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তা ড্রোনের আক্রমণে কিনা, তা জানায়নি তাস।
গত সপ্তাহেও মস্কো বা তার আশেপাশে একাধিকবার ড্রোন হামলার ঘটনা ঘটে। এর ফলে মস্কোর অর্থনৈতিক হাবের একটি বহুতল বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম