ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দিয়েছে নাইজারের সামরিক জান্তা।
এর আগে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল সামরিক জান্তা। কিন্তু তা অমান্য করে নাইজারেই থেকে যান তিনি। ফলে নতুন করে এই নির্দেশ জারি করা হয়।
আর এই পদক্ষেপকে ফ্রান্স ও নাইজারের মধ্যে সম্পর্কের আরও অবনতি বলে চিহ্নিত করা হচ্ছে।
নাইজারে গত ২৬ জুলাই মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে রক্তপাতহীন অভ্যুত্থান ঘটায় প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। এরপর তাকে বন্দি করা হয় এবং অভ্যুত্থানকারীরা ক্ষমতা গ্রহণ করে। আর গত শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় দেশটির জান্তা।
তবে গত সোমবার কূটনীতিকদের সামনে দেওয়া বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, দেশত্যাগের নির্দেশ সত্ত্বেও নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত পশ্চিম আফ্রিকার ওই দেশটিতেই থাকবেন। এসময় ম্যাকরন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের প্রতি ফ্রান্সের সমর্থনও পুনর্ব্যক্ত করেন।
এছাড়া সামরিক অভ্যুত্থানের মুখে বাজোমের পদত্যাগ না করার সিদ্ধান্তকে সাহসী বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট ম্যাকরন। আর এরপর ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেয় নাইজারের শাসক জান্তা। সূত্র: আল জাজিরা, রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম