১০ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:১৫

রান-অফে যাচ্ছে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন

অনলাইন ডেস্ক

 রান-অফে যাচ্ছে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন

প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকা মোহাম্মদ মুইজ্জু

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহর চেয়ে বিরোধী দলীয় প্রার্থী আশ্চর্যজনকভাবে এগিয়ে আছেন। কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন রান-অফে যাবে বলে ধারণা করা হচ্ছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারত মহাসাগরের পর্যটন গন্তব্যে প্রভাব বিস্তারের জন্য লড়াই করা ভারত ও চীন শনিবারের ভোটের দিকে নিবিড়ভাবে নজর রাখছে।

প্রায় সব ব্যালট গণনার পর প্রাথমিক ফলাফলে দেখা গেছে, রাজধানী মালে'র মেয়র মোহাম্মদ মুইজ্জু ৪৬ শতাংশ ভোট পেয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট সোলিহ পেয়েছেন ৩৯ শতাংশ ভোট।

৪৫ বছর বয়সী মুইজ্জু মালদ্বীপে ভারতের উপস্থিতি সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার প্রতিশ্রুতির মধ্যে দ্বীপপুঞ্জে অবস্থানরত ভারতীয় সামরিক কর্মীদের বহিষ্কারও রয়েছে। তার প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বাধীন জোট ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চেয়েছে। মালদ্বীপকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে স্বাক্ষর করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য চীন থেকে মিলিয়ন ডলার ঋণ পেয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর