১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৯

যে অজুহাতে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির

অনলাইন ডেস্ক

যে অজুহাতে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির

প্রতীকী ছবি

ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ— যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। রাশিয়ার কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রির অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের একটি চুক্তিতে সম্মত হয়েছিল ইরান। চুক্তি অনুসারে দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। তবে ইউরোপীয় দেশগুলোর মতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুদ বাড়িয়ে এই চুক্তি লঙ্ঘন করেছে। ফলে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তিন দেশ। 

অবশ্য ইরান চুক্তি লঙ্ঘনের দায় অস্বীকার করে বলছে, তাদের পদক্ষেপ বেআইনি ও উস্কানিমূলক।

ইউরোপীয় দেশগুলো বলছে, তারা নিজস্ব আইনে জাতিসংঘের মেয়াদ উত্তীর্ণ নিষেধাজ্ঞাগুলোকে অন্তর্ভুক্ত করবে। এর মধ্যে কিছু পদক্ষেপ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উন্নয়ন ও রফতানি বন্ধ করার জন্য নেওয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের তৈরি অনেক ড্রোন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে বলেও অভিযোগ রয়েছে।

চুক্তি অনুযায়ী ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত করতে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পর্যবেক্ষণর অনুমতি দিতে সম্মত হয়েছিল। চুক্তিমতে কোনো দেশের কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি না করার বিষয়েও সম্মত হয়েছিল ইরান। সূত্র: বিবিসি, রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর