মাসা আমিনির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক্কালে ইরানের আধাসামরিক বাসিজ বাহিনীর একজন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। ইরানের এই বাহিনীটি ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের সাথে সংযুক্ত।
আল আরাবিয়ার খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত বাসিজ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন সদস্য শাহাদৎবরণ করেছেন ও আরও দুইজন আহত হয়েছেন।
গত বছর এই সময় যথাযথভাবে হিজাব না পরিধান করার কারণে পুলিশ মাসা আমিনিকে গ্রেফতার করে। দুইদিন পর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। এ নিয়ে ইরানে কয়েক মাস যাবত স্মরণকালের অন্যতম বিক্ষোভ হয়ে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শত শত মানুষ নিহত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল