৫ অক্টোবর, ২০২৩ ০৬:২১

আরো উন্নত পার্স-২ ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে ইরান

অনলাইন ডেস্ক

আরো উন্নত পার্স-২ ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে ইরান

ফাইল ছবি

ইরানের মহাকাশ গবেষণা সংস্থা বা আইএসএ'র প্রধান হোসেইন সালারিয়ে জানিয়েছেন, ইরান আরো উন্নতমানের পার্স-টু ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে। এই স্যাটেলাইটে অতিমাত্রায় নিখুঁত রিমোট সেন্সিং ব্যবহার করা হয়েছে।

একইসাথে হোসেইন সালারিয়ে জানিয়েছেন, চলতি ফারসি বছরের শেষ নাগাদ ইরান মহাকাশে একটি বায়ো-ক্যাপসুল উৎক্ষেপণ করবে।

বুধবার আরো সালারিয়ে জানান, ১০ বছরের মহাকাশ গবেষণা বিষয়ক পরিকল্পনার আওতায় ইরান চলতি বছরের শুরুতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

ইরানি মহাকাশ গবেষণা সংস্থার প্রধান আরো বলেন, তেহরান এরইমধ্যে কয়েকটি মিনি ও মাঝারি স্যাটেলাইটের নির্মাণ কাজ শুরু করেছে। এর পাশাপাশি নাহিদ-৩ স্যাটেলাইটের নির্মাণ কাজও শুরু করেছে ইরান। এই স্যাটেলাইট হবে ইরানের জন্য আপাতত সবচেয়ে আধুনিক ও অভিজাত স্যাটেলাইট।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর