রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউরোপকে আরও সহায়তার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আস্থা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে।
এক আবেগঘন ভাষণে তিনি বলেন, রাশিয়ার ক্রমাগত আগ্রাসন ও বিমান হামলার কারণে পূর্ব ইউক্রেনের খার্কিভের স্কুল শিক্ষার্থীরা দূরবর্তী ক্লাসে অংশ নিচেছ অথবা পাতাল রেল স্টেশনে ভূগর্ভস্থ ক্লাসে অংশ নিচ্ছে।
স্পেনের গ্রানাডা শহরে জড়ো হওয়া ৪০ জনেরও বেশি ইউরোপীয় নেতাকে তিনি বলেন, 'পুরোপুরি কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা না হওয়া পর্যন্ত শিশুরা স্কুলে যেতে পারবে না।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘রাজনৈতিক ঝড়’ উঠলেও জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে আস্থা প্রকাশ করেন।
তিনি বলেন, আমেরিকা নিয়ে আমি আত্মবিশ্বাসী। তাদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে এবং গণতন্ত্রের অধিকারী শক্তিশালী মানুষ আছে।
জেলেনস্কি বলেন, ভ্লাদিমির পুতিনকে তার সামরিক বাহিনী জোরদার করতে দেওয়া উচিত নয়। অন্যথায় রাশিয়া ২০২৮ সালের মধ্যে ইউক্রেনের বাইরে হামলা চালাতে পারে।
পুতিনের উচ্চাকাঙ্ক্ষা ধ্বংস হয়ে যাক, আমাদের দেশ নয়, আমাদের শহরগুলোও নয়।
বিডিপ্রতিদিন/কবিরুল