সিরিয়ার হোমস প্রদেশের একটি মিলিটারি কলেজে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান চলাকালে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক ও সামরিক কর্মকর্তারা নিহত ও আহত হয়েছেন।
সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠান শেষ হওয়ার পর বিস্ফোরক বোঝাই ড্রোনগুলো অনুষ্ঠানলক্ষ্য করে হামলা চালায়। তারা এই হামলার জন্য 'আন্তর্জাতিক বাহিনী সমর্থিত' যোদ্ধাদের দায়ী করেছে।
বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ না করা হলেও বলা হয়েছে, আহতদের মধ্যে নারী ও শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করে।
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিন্তু হামলার কয়েক মিনিট আগে চলে যান।