রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার ব্যর্থ আধিপত্য চাপিয়ে দিতে চাইছে এবং ইউক্রেনের যুদ্ধ দেখায় যে, পশ্চিমারা বাস্তবতার সাথে কতটা যোগাযোগ হারিয়ে ফেলেছে।
সোচির ভালদাই ডিসকাশন ক্লাবে এক বৈঠকে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনে তথাকথিত যুদ্ধ শুরু করিনি। বিপরীতে, আমরা এটি শেষ করার চেষ্টা করছি।’
পুতিন যুক্তি দেন যে ওয়াশিংটনের ‘ঔপনিবেশিক চিন্তাভাবনার’ কারণে পশ্চিমা নেতারা বাস্তবতা বোধ হারিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, অন্যান্য দেশ নিয়ে লেকচার দেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কী অধিকার রয়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পশ্চিমারা সমঝোতার বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং সব সময় আমরা শুনি- ‘আপনাকে অবশ্যই করতে হবে, আমরা আপনাকে সিরিয়াসলি সতর্ক করছি। যাই হোক আপনি কে? কাউকে সতর্ক করার আপনার কী অধিকার আছে? সময় এসেছে আপনার অহংকার থেকে মুক্ত হওয়ার, বিশ্বের প্রতি এমন আচরণ বন্ধ করুন।
বিডিপ্রতিদিন/কবিরুল